নিকলীতে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিকলী উপজেলার জারইতলা-কামালপুর ডুবোসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তৌহিদ (১২) উপজেলার জারইতলা-কামালপুর গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে তৌহিদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলো। পথে জারইতলা-কামালপুর ডুবোসড়কে স্থানীয় ইটভাটার একটি ট্রাক্টর বাইসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়ইউপি সদস্য আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।